‘বাবা’- এই একটি শব্দেই লুকিয়ে থাকে জীবনে চলার পথের প্রেরণা, ভরসা এবং নিঃস্বার্থ ভালোবাসা। বাবার হাত ধরে হাঁটতে শেখার সেই মুহূর্ত থেকেই শুরু হয় শত শত স্মৃতির পথচলা। তাইতো বাবা-সন্তানের এ অমূল্য সম্পর্ককে ঘিরে বাবা দিবসে ভিভো বাংলাদেশ আয়োজন করেছে ‘বাবার সাথে মুহূর্ত’ নামে এক বিশেষ ক্যাম্পেইন। যেখানে স্মৃতির ফ্রেমে ধরে রাখা বাবার সাথে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করে উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে ভিভোর ক্যাম্পেইন। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীদের ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে নির্দিষ্ট পোস্টের কমেন্টে বাবার সঙ্গে তোলা একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে হবে। পাশাপাশি পোস্টটি নিজের টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে হবে এবং অবশ্যই ব্যবহার করতে হবে নির্ধারিত হ্যাশট্যাগ #HappyFathersDay #vivoBangladesh। এছাড়াও অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের মতো করে লেখা একটি আবেগঘন ক্যাপশনও শেয়ার করতে পারেন, যা ছবির মুহূর্তটিকে করে তুলবে আরও বিশেষ।
ভিভো বিশ্বাস করে, প্রযুক্তি শুধু আধুনিকতার অংশ নয়, বরং প্রিয় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। সেই ভাবনা থেকেই বাবা দিবসে ভিভো আহ্বান জানাচ্ছে – আপনার বাবার সঙ্গে কাটানো ভালোবাসা ও মমতায় ভরা মুহূর্তগুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে। কারণ এই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জীবনের সত্যিকারের মূল্য।
The post বাবার হাত ধরে পথচলার গল্প এবার ছবিতে, ভিভোর ক্যাম্পেইনে appeared first on Techzoom.TV.

0 Comments