২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন

বাজেট ফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। সীমিত দামে উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন—এই সব কিছুই এখন এক ফোনেই মিলছে। ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন কয়েকটি স্মার্টফোন এখন প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে। নিচে বাজারের আলোচিত পাঁচটি স্মার্টফোনের খুঁটিনাটি তুলে ধরা হলো—

রেডমি নোট ১৩ (Redmi Note 13 4G)

এই বাজেটে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যেন একসময় ছিল কল্পনাতীত। রেডমি নোট ১৩–এর মেইন ক্যামেরা ঠিক তেমনই চমক জাগানিয়া। ৬.৬৭ ইঞ্চির এএমওলইড ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা গেমিংয়ে আলাদা সুবিধা মেলে।
দাম: প্রায় ২৩,৫০০ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস (Samsung Galaxy A05s)

স্যামসাং ব্র্যান্ডের প্রতি যাঁদের আস্থা বেশি, তাঁদের জন্য এই ফোনটি হতে পারে নির্ভরতার একটি নাম। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে দিনের কাজগুলো অনায়াসে করা যায়।
দাম: প্রায় ২২,০০০ টাকা

ইনফিনিক্স জিরো ৩০ (Infinix Zero 30 4G)

এই ফোনের বিশেষত্ব এর সেলফি ক্যামেরা ও ভ্লগ ফিচার। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও করা যায়। পাশাপাশি এএমওলইড ডিসপ্লে ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় এটি তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
দাম: প্রায় ২৪,৯৯০ টাকা

রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55)

যাঁরা গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময় কাটান, তাঁদের জন্য রিয়েলমির এই মডেলটি হতে পারে ভালো পছন্দ। মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসরের পাশাপাশি ৯০ হার্টজ ডিসপ্লে থাকায় এটি অনেকটা স্মুদ পারফরম্যান্স দেয়।
দাম: প্রায় ১৮,৫০০ টাকা

টেকনো স্পার্ক ২০ প্রো প্লাস (Tecno Spark 20 Pro+)

ব্যতিক্রমী ডিজাইন আর গ্লাস ফিনিশ–সম্পন্ন এই ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা দিনের আলোতে দারুণ ছবি তোলে। হেলিও জি৯৯ চিপসেটের সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
দাম: প্রায় ২১,৯৯০ টাকা

The post ২৫ হাজার টাকার মধ্যে মিলবে ৫ স্মার্টফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments