পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট

দেশে বর্তমানে ১৯ কোটি গ্রাহক আছে চারটি মোবাইল অপারেটরের। ভয়েস কল, ইন্টারনেটসহ সব সেবা পেতে টাকা রিচার্জ করেন এসব গ্রাহক। তবে গ্রাহকের রিচার্জের একটি অংশ এখনো চলে যাচ্ছে পদ্মা সেতুর জন্য।

২০১৬ সালের মার্চ থেকে শুরু হয় পদ্মা সেতুর জন্য সারচার্জ।

সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতু চালুর তিন বছর পার হলেও এখনো সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা।

পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয় থেকে এক শতাংশ সারচার্জ আদায় বন্ধের দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্জে (এনেক্স-২৪) পিটিশনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন।

রিটে বাদি হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আগামী সপ্তাহে রিটটির শুনানিত হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম আজাদ।

প্রতি ১০০ টাকা রিচার্জে নেওয়া হয় ১ টাকা। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত সরকার সারচার্জ বাবদ প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে।

The post পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments