প্রতারণা, জালজালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ ছয়জনে বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
এর আগে, ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাগুলো করেন।
আসামিরা হলেন- সৈয়দা আমবারীন রেজা, কো ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড; জুবায়ের সিদ্দিকী কো ফাউন্ডার ও ডিরেক্টর; মো. তাবারেজ খান (ভারতীয় নাগরিক) ডিরেক্টর ডেলিভারি (হিরো স্টোর); দিলারা ফারুক (হেড অব ক্যাটাগরি); মোহাম্মদ সাজেদুল হক (সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর) ডেলিভারি হিরো স্টোর; মোহাম্মদ তৌফিক এক্সিকিউটিভ ক্যাটাগরি ম্যানেজমেন্ট ডিরেক্টর ডেলিভারি হিরো স্টোর বাংলাদেশ লিমিটেড, পান্ডামার্ট।
প্রাপ্ত অভিযোগপত্র অনুযায়ী, ফুডপান্ডা ও পান্ডামার্টের অভিযুক্ত কর্মকর্তারা যোগসাজশ করে পিএনপি-কে বিদেশি পণ্য সরবরাহের জন্য প্রলুব্ধ করেন। পিএনপি ওই পণ্য সরবরাহ করলেও, অভিযোগ মতে, ফুডপান্ডা ৫কোটি ৮০ লাখ টাকা বকেয়া রাখে।
পৃথক চারটি মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচ কোটি ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, অতীতেও ফুডপান্ডা ও পান্ডামার্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি এবং একচেটিয়া ব্যবসার অভিযোগ উঠেছিল। ২০২০ সালে ফুডপান্ডার বিরুদ্ধে ৩ কোটি ৪০ লাখ ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের বিরুদ্ধে মামলা করে। ২০২৩ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) ফুডপান্ডাকে একচেটিয়া ব্যবসা পরিচালনার জন্য ১০ লাখ টাকা জরিমানা করে। এই নতুন মামলা অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি খাতের স্বচ্ছতা ও ব্যবসায়িক নীতির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।
The post ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ৬ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ appeared first on Techzoom.TV.
0 Comments