ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাসে রেকর্ড মোড চালু

ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীদের জন্য নতুন রেকর্ড মোড ফিচার উন্মুক্ত করেছে ওপেনএআই। এর আগে গত মাসে ফিচারটি প্রথম চালু হয়েছিল চ্যাটজিপিটি টিম সাবস্ক্রাইবারদের জন্য।

ওপেনএআইয়ের তথ্যানুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর রেকর্ড মোড কম্পিউটারের সিস্টেম অডিও ব্যবহার করে মিটিং বা কনফারেন্স কলের অডিও স্বয়ংক্রিয়ভাবে লিখে দিতে পারে। একই সঙ্গে ওই কথোপকথনের সারসংক্ষেপ তৈরি করতে ও নোট লিখে রাখতে পারে।

The post ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাসে রেকর্ড মোড চালু appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments