ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে উইন্ডোজে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

উইন্ডোজ ১১-তে ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে নতুন এক ফিচার পরীক্ষা করছে মাইক্রোসফট। ‘অ্যাডাপটিভ এনার্জি সেভার মোড’ নামের এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হবে ল্যাপটপের কাজের চাপ অনুযায়ী শুধু ব্যাটারির চার্জের পরিমাণের ওপর নির্ভর না করেই।

সাধারণত উইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড চালু হলে ডিসপ্লের উজ্জ্বলতা ৩০ শতাংশ কমে যায়, ব্যাকগ্রাউন্ড অ্যাপে কাজ বন্ধ হয়ে যায়, এবং ট্রান্সপারেন্সি ইফেক্ট নিষ্ক্রিয় হয়ে যায়। সেই সঙ্গে, গুরুত্বপূর্ণ নয় এমন উইন্ডোজ আপডেট ডাউনলোড বন্ধ থাকে এবং ওয়ানড্রাইভ, ওয়াননোট, ফোন লিংক-এর মতো অ্যাপগুলো পুরোপুরি সিঙ্ক নাও হতে পারে।

তবে নতুন এই অ্যাডাপটিভ এনার্জি সেভার মোড ডিভাইসের স্ক্রিনের উজ্জ্বলতায় হস্তক্ষেপ করবে না, অর্থাৎ এটি অনেকটা অদৃশ্যভাবেই কাজ করবে, বিশেষ করে ল্যাপটপ, ট্যাবলেট কিংবা হ্যান্ডহেল্ড ডিভাইসে।

উইন্ডোজ ইনসাইডারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডাপটিভ এনার্জি সেভার একটি অপ্ট-ইন ফিচার যা ডিভাইসের পাওয়ার স্টেট এবং বর্তমান সিস্টেম লোড বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে এনার্জি সেভার চালু বা বন্ধ করে দেয়, কিন্তু স্ক্রিনের উজ্জ্বলতায় পরিবর্তন আনে না।

এই ফিচারটি শুধুমাত্র ব্যাটারি চালিত ডিভাইসে পাওয়া যাবে। মাইক্রোসফট ইতোমধ্যে এটি উইন্ডোজ ১১-এর কানারি চ্যানেলের ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এটি মূল সংস্করণেও চলে আসবে।

যদিও ডেস্কটপ পিসিতে এই অ্যাডাপটিভ মোডটি ব্যবহার করা যাবে না, তবে মাইক্রোসফট গত বছর থেকেই ডেস্কটপেও সাধারণ এনার্জি সেভার মোড চালু করেছে, যাতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

The post ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে উইন্ডোজে যুক্ত হচ্ছে নতুন সুবিধা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments