চীনে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে যখন নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল, ঠিক তখনই দেশটিতে প্রথমবারের মতো একটি রিটেইল স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। এই সিদ্ধান্তকে অনেকেই চীনের বাজারে অ্যাপলের ওপর ক্রমবর্ধমান চাপের লক্ষণ হিসেবে দেখছেন।
অ্যাপল জানিয়েছে, দালিয়ান শহরের ঝোংশান ডিসট্রিক্টের পার্কল্যান্ড মলে অবস্থিত তাদের স্টোরটি আগামী ৯ আগস্ট বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির দাবি, শপিংমলটির পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ অনেক প্রতিষ্ঠানই ওই মল থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।
চীনের বাজারে অ্যাপলের প্রায় ৫৬টি স্টোর রয়েছে, যা বিশ্বজুড়ে থাকা তাদের ৫৩০টির বেশি আউটলেটের প্রায় ১০ শতাংশ। এই প্রথমবার দেশটিতে কোনো স্টোর স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সব সময় অনলাইনে এবং বৃহত্তর চীনের ৫০টিরও বেশি অ্যাপল স্টোরে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চেষ্টা করি।’ বন্ধ হতে যাওয়া স্টোরের কর্মীদের অ্যাপলের অন্য স্টোরে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দালিয়ান শহরে অ্যাপলের দুটি স্টোর রয়েছে। পার্কল্যান্ড মলের স্টোরটি বন্ধ হলেও অলিম্পিয়া ৬৬ শপিং কমপ্লেক্সে অবস্থিত অন্য স্টোরটি চালু থাকবে।
বিক্রির চাপ ও নতুন পরিকল্পনা
এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন অ্যাপল চীনের বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের বিক্রি ২.৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে নেমে আসে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম ছিল।
তবে একটি স্টোর বন্ধ করলেও সামগ্রিকভাবে চীনে ব্যবসা কমানোর কোনো পরিকল্পনা নেই অ্যাপলের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৬ আগস্ট শেনজেনের একটি বড় শপিংমলে তারা একটি নতুন স্টোর চালু করতে যাচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বেইজিং ও সাংহাইয়ে আরও কিছু নতুন স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে।
The post প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল appeared first on Techzoom.TV.
0 Comments