নতুন মোবাইল কিনলেই অনেকের পছন্দ থাকে স্বচ্ছ কেস ব্যবহার করার। এতে ফোনের মূল ডিজাইনটি দেখা যায় বলে এর আলাদা গুরুত্ব আছে। তবে কয়েক মাস না যেতেই কেসের উজ্জ্বলতা হারাতে শুরু করে, ধীরে ধীরে হতে থাকে হলুদ রঙ। এটি হয় মূলত আলো, তাপ ও ময়লা লেগে। তবে কিছু সহজ সতর্কতা মেনে চললে বেশ কয়েক মাস পর্যন্ত কেসটিকে ঝকঝকে রাখা সম্ভব। নিচে এ বিষয়ে কিছু কার্যকর পরামর্শ তুলে ধরা হলো।
● সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে
স্বচ্ছ মোবাইল কেস, বিশেষ করে থারমোপ্লাস্টিক পলিউরেথেন বা টিপিইউ উপাদানে তৈরি কেস অতিবেগুনি রশ্মি (রোদের আলো) পেলে রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত হলুদ হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে মোবাইল ফোনটি রোদে না রাখতে। জানালার ধারে, ব্যালকনিতে, খোলা রোদে অথবা রোদ পড়ে এমন টেবিলে মোবাইল না রাখাই ভালো। রাস্তায় হাঁটার সময় ফোন ব্যবহার না করলে ব্যাগ বা পকেটে রেখে দিলে কেসটি সরাসরি সূর্যের আলো থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে।
● ফোন বেশিক্ষণ গরমে রাখা যাবে না
তাপমাত্রা বাড়লে প্লাস্টিকে রাসায়নিক পরিবর্তন ঘটে ও ধীরে ধীরে কেসের রঙ বিবর্ণ হয়ে যায়। মোবাইল যদি দীর্ঘ সময় ধরে গরম থাকে, তাহলে কেসটিও দ্রুত পুরনো দেখাতে শুরু করে। অনেকেই চার্জ দেয়ার সময় ফোন কম্বলের নিচে বা বালিশে রেখে দেন, যা মোটেও ঠিক নয়। এতে তাপ আটকে গিয়ে কেসের রঙ পরিবর্তন হয়। এছাড়া চার্জ দেয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেটি বাতাস চলাচল করে এমন জায়গায় থাকে ও অতিরিক্ত গরম না হয়।
● অপরিষ্কার হাতে ফোন না ধরা
রান্নার সময়, শরীরচর্চার পর কিংবা ত্বকে ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগানোর পর মোবাইল ফোন ধরলে হাতের তেল ও ঘাম কেসের প্লাস্টিকে প্রভাব ফেলে। ত্বকের লোশন, ময়লা, ঘাম সবকিছু ধীরে ধীরে কেসের স্বচ্ছতা নষ্ট করে দেয়। তাই মোবাইল ধরার আগে হাতে যদি তেল বা ঘাম থাকে, তা ভালোভাবে মুছে নেয়া উচিত।
● নিয়মিত মোবাইল কেস পরিষ্কার করা
হলদেটে হয়ে যাওয়া ঠেকাতে সপ্তাহে অন্তত একবার মোবাইল কেস পরিষ্কার করতে হবে। তবে পরিষ্কারের জন্য ব্লিচ বা অ্যালকোহল ব্যবহার করা যাবে না। কারণ এতে কেসের প্লাস্টিক দুর্বল হয়ে পড়ে। কয়েকটি কেস ব্যবহার করা যেতে পারে যদি একাধিক কেস থাকে, তবে সেগুলো পালা করে ব্যবহার করলে প্রতিটি কেসই বেশি দিন ভালো থাকবে।
স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে পরিষ্কার কেসও এক সময় হলুদ হয়ে যাবেই। কারণ প্লাস্টিকের স্বভাবই এমন। তবে ওপরের নিয়মগুলো মেনে চললে এ বিবর্ণতা হয়তো কিছুদিন পর আসবে। কেস একবার বিবর্ণ হয়ে গেলে সেটিকে বদলে নেয়াই ভালো।
The post স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয় appeared first on Techzoom.TV.
0 Comments