স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

বাংলাদেশে প্রযুক্তি খাতের একনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট‑ভিত্তিক ইন্টারনেট সেবার সরকারিভাবে অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম শুরু করছে।

স্টারলিঙ্ক হলো লো আর্থ অরবিট (LEO) উপগ্রহ ব্যবহারে চালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা উচ্চ-গতির ডাউনলোড, নমনীয় কাভারেজ এবং কম লেটেন্সি নিশ্চিত করে। BTRC এবং BIDA থেকে প্রাপ্ত ১০ বছরের NGSO ও রেডিও যোগাযোগ লাইসেন্সের মাধ্যমে এই সেবা আনুষ্ঠানিকভাবে দেশে চালু হয়েছে।

স্টারলিঙ্ক সুবিধাসমূহঃ

২৫০ Mbps+ পর্যন্ত ডাউনলোড স্পিড ও ২০–৪০ এমএস লেটেন্সি যা গ্রাম ও শহরে একই মানের সেবা প্রদান করবে।

কোনো ফাইবার অথবা টাওয়ার ছাড়াই সরাসরি ব্যবহারযোগ্য।

দুর্গম ও সীমান্তবর্তী এলাকাতেও নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বর্তমানে স্টারলিঙ্ক এর মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট, ফ্লাট হাই পারফরমেন্স কিট এর মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রয়োজনের সার্ভিস সরবারহ করছে। তাদের গ্রাহকরা পাচ্ছেনঃ সরাসরি প্রি‑অর্ডার, বাড়িতে বসে ডেলিভারি, ২৯+ বছর ধরে প্রযুক্তির মাধ্যমে ইনোভেশন ও সেবা পৌঁছে দেয়ার অভিজ্ঞতা।

বাংলাদেশে স্টারলিঙ্ক–এর প্রসারঃ

বাংলাদেশে স্টারলিঙ্ক–এর গ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য কয়েকটি ফার্ম দায়িত্বে নিয়োজিত হয়েছে, যার মধ্যে গাজীপুরের হাই‑টেক সিটিতে প্রধান স্টেশন প্রতিষ্ঠা করেছে। অর্থনৈতিক ও নিরাপত্তা প্রবাহ বজায় রাখতে স্থানীয় আইজিসি ও টাওয়ার নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে । সরকার ও উদ্যোক্তাদের সহযোগিতায় ডিজিটাল অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, এমএমই খাত এবং ক্রান্তিকালে ইন্টারনেট বন্ধ প্রতিরোধে স্তম্ভ হিসেবে ভূমিকা রাখবে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি–এর এই উদ্যোগ বাংলাদেশের প্রতিটি প্রান্তে দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক ইন্টারনেট সুবিধা তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। স্টারলিঙ্ক–এর ডিস্ট্রিবিউটর হিসেবে, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে আরও একটি মাইলফলক স্পর্শ করেছি। ১ বছরের ওয়ারেন্টি সুবিধা সহ বর্তমানে স্টারলিঙ্ক এর ৩টি কিট এখন প্রি অর্ডার করে পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর ওয়েবসাইট এ।

The post স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments