চীনে সেমিকন্ডাক্টর চিপ রফতানিতে আরোপিত বিধিনিষেধ স্থগিত করলেন ট্রাম্প

চীনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা মসৃণ রাখতে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্ভাব্য বৈঠক নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনে সেমিকন্ডাক্টর চিপসহ অন্যান্য প্রযুক্তি পণ্য রফতানিতে নতুন করে বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনস্থ ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটিকে (বিআইএস) চীনের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য, সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য তৃতীয় দফার বাণিজ্য আলোচনায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হতে না দেওয়া। এর আগে জেনেভা ও লন্ডনে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সিদ্ধান্তের আওতায়, যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপ চীনে রফতানির অনুমতি দেওয়া হয়েছে, যা বিশেষভাবে চীনের বাজারের জন্য তৈরি করা হয়েছিল। এর আগে ট্রাম্প প্রশাসন এই চিপটির রফতানি বন্ধের কথা জানিয়েছিল। মূলত, বাইডেন প্রশাসনের আরোপ করা ব্যাপক বিধিনিষেধের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সরাসরি চাপের মুখে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

নিরাপত্তা বিশ্লেষকদের কড়া সমালোচনা

তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সরকারি কর্মকর্তারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর ম্যাট পটিংগারসহ ২০ জন সাবেক কর্মকর্তা এক চিঠিতে সতর্ক করে বলেছেন, এইচ২০ চিপ চীনের সামরিক সক্ষমতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অস্ত্র ও নজরদারি ব্যবস্থা উন্নত করতে ব্যবহৃত হতে পারে। তাদের মতে, এই চিপ রফতানি চীনের সামরিক আধুনিকীকরণকে ত্বরান্বিত করবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলবে।

অন্যদিকে, এনভিডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এইচ২০ চিপ সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়নি এবং প্রতিটি রফতানি অনুমোদনের ওপর ট্রাম্প প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাবেক হোয়াইট হাউজ কৌশলবিদ স্টিভ ব্যানন এই সিদ্ধান্তকে ‘বড় ভুল’ হিসেবে অভিহিত করে বলেছেন, “যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বহু বছর ধরে চীনের হাতে প্রযুক্তির মূল্যবান সম্পদ তুলে দিয়েছে, অথচ জাতীয় নিরাপত্তার কোনো সুরক্ষা নিশ্চিত হয়নি।”

ভবিষ্যৎ পদক্ষেপ

যদিও বর্তমানে নতুন কোনো বড় নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি, তবে জানা গেছে, কিছু চীনা চিপ নির্মাতার সহযোগী প্রতিষ্ঠানকে ‘এন্টিটি লিস্ট’ বা কালো তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের রয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রফতানি নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।

The post চীনে সেমিকন্ডাক্টর চিপ রফতানিতে আরোপিত বিধিনিষেধ স্থগিত করলেন ট্রাম্প appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments