বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন

সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন তৈরির প্রতিযোগিতায় নতুন চমক তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। নিজেদের তৈরি ‘ম্যাজিক ভি৫’ মডেলের ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা ফোন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কোয়ালকমের সর্বশেষ ‘এলিট’ প্রসেসরে চলা ফোনটিতে সংস্করণভেদে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ৫ হাজার ৮২০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে। ফোনটির দুটি পর্দাতেই এলটিপিও ওএলইডি প্যানেল থাকায় সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।

গত মঙ্গলবার চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের তৈরি ম্যাজিক ভি৫ স্মার্টফোন। পেছনে তিনটি ক্যামেরাযুক্ত ফোনটি ভাঁজ করা অবস্থায় ৮ দশমিক ৮ মিলিমিটার পুরু, যা অপোর ফাইন্ড এন৫-এর তুলনায় শূন্য দশমিক ১ মিলিমিটার কম। সংখ্যার দিক থেকে সামান্য মনে হলেও বাঁকানো নকশার কারণে ম্যাজিক ভি৫ মডেলের ফোনটিকে তুলনামূলকভাবে সরু মনে হয়। তবে এ অনুভূতি মিলবে শুধু ফোনটির ‘আইভরি হোয়াইট’ সংস্করণে। অন্য সংস্করণগুলোতে ভেগান লেদার বা ফাইবার যুক্ত থাকায় পুরুত্ব প্রায় ৮ দশমিক ৯ মিলিমিটার।

ভাঁজখোলা অবস্থায় ফোনটির ফ্রেমের পুরুত্ব ৪ দশমিক ১ মিলিমিটার, যেখানে অপোর ফাইন্ড এন৫-এর পুরুত্ব ৪ দশমিক ২ মিলিমিটার। এ ক্ষেত্রে হুয়াওয়ের ট্রাই-ফোল্ড মেট এক্সটি মডেলের ফোনের পুরুত্ব কিছুটা কম হলেও ইউএসবি-সি পোর্ট নেই। অনার জানিয়েছে, শিগগিরই চীনের পাশাপাশি অন্যান্য দেশে বাজারজাত করা হবে ফোনটি।

প্রসঙ্গত, অপো ফাইন্ড এন৫ বাজারে আসার আগে অনার ম্যাজিক ভি৩-ই ছিল বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা ফোন। নতুন ম্যাজিক ভি৫ দিয়ে আবারও সে অবস্থান ফিরে পেল অনার। শুধু পাতলাই নয়, ফোনটির ওজনও বেশ কম। তাই ২১৭ গ্রাম ওজনের ফোনটিকে বিশ্বের সবচেয়ে হালকা ভাঁজ করা ফোন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

The post বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজ করা স্মার্টফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments