চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) গ্যালাক্সি এস২৫ সিরিজের দারুণ সাড়া পেয়েছে স্যামসাং। বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজটির বিক্রি ছাড়িয়েছে দুই কোটি। স্যামসাং টিপস্টার আইসইউনিভার্স প্রকাশিত এক তথ্য অনুযায়ী, গত বছরের এস২৪ সিরিজের তুলনায় এস২৫ সিরিজের সব মডেলই বেশি বিক্রি হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত গ্যালাক্সি এস২৫ আলট্রা বিক্রি হয়েছে ৯৬ লাখ ৪০ হাজার ইউনিট, যা পুরো সিরিজের মোট বিক্রির প্রায় অর্ধেক। দ্বিতীয় স্থানে রয়েছে বেসিক গ্যালাক্সি এস২৫, যার বিক্রি ৬০ লাখ ৭০ হাজার ইউনিট। তৃতীয় স্থানে গ্যালাক্সি এস২৫ প্লাস, বিক্রি ৩৮ লাখ ৫০ হাজার ইউনিট।
অন্যদিকে চলতি বছরের মে মাসের মাঝামাঝিতে বাজারে আসা নতুন গ্যালাক্সি এস২৫ এজ দেড় মাসে বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার ইউনিট। যদিও এ সংখ্যা প্রত্যাশার তুলনায় কিছুটা কম, তবুও এটি স্যামসাংয়ের মোট বিক্রিতে বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের ফিচার বা ডিজাইনের কারণে এটি গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হতে কিছুটা সময় লাগছে।
গত বছরের একই সময়ের তুলনায় এ বছর এস সিরিজের বিক্রি উল্লেখযোগ্যহারে বেড়েছে। আলট্রা বিক্রি বেড়েছে ৬ লাখ ৪০ হাজার ইউনিট, বেসিক মডেল ৬ লাখ ৩০ হাজার ইউনিট ও প্লাস মডেল ২ লাখ ৭০ হাজার ইউনিট। এ থেকে বোঝা যায়, ক্রেতাদের আগ্রহ বেড়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপে।
তবে ধারাবাহিকভাবে গত দুই প্রজন্মে প্লাস মডেলই সবচেয়ে কম বিক্রি হয়েছে। এজন্যই গুঞ্জন উঠেছে, আগামী গ্যালাক্সি এস২৬ সিরিজে প্লাস মডেল বাদ দিয়ে মূল লাইনআপে এজকে যুক্ত করতে পারে স্যামসাং। এদিকে আসন্ন গ্যালাক্সি এস২৬ আল্ট্রার ক্যামেরায় নিজস্ব আইসোসেল সেন্সরের পরিবর্তে সনির ২০০ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সেন্সর ব্যবহারের পরিকল্পনা করছে স্যামসাং।
যদিও ফাঁস হওয়া এসব তথ্য স্যামসাং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে অন্যান্য প্রতিবেদনের সঙ্গে আইসইউনিভার্সের তথ্যের মিল রয়েছে।
এর আগে স্যামসাং জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় একাই ৩০ লাখ গ্যালাক্সি এস২৫ বিক্রি হয়েছে। যদি বৈশ্বিক বিক্রির এ সংখ্যা সঠিক হয়, তাহলে ২০২৫ সাল হতে পারে স্যামসাংয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বছর।
The post ছয় মাসে ২ কোটি ছাড়িয়েছে গ্যালাক্সি এস২৫ বিক্রি appeared first on Techzoom.TV.

0 Comments