৫জি চালুর পর এবার ৬জির ট্রায়াল শুরু হচ্ছে

প্রতিবেশি দেশ ভারতে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ৫জি চালু হয়েছে বহুদিন আগেই। দেশটি এবার ৬জির ট্রায়াল দিতে শুরু করেছে। যষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক বিস্তৃত করতে কাজ করছে রিলায়েন্স জিও।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বশেষ বার্ষিক রিপোর্ট অনুসারে, কোম্পানি ৬জি প্রযুক্তি নিয়ে সক্রিয় ভাবে কাজ করছে এবং এই ক্ষেত্রে তারা গ্লোবাল লিডার হতে চাইছে।

জিও তাদের বিরাট ডেটা আধিপত্য তুলে ধরে জানিয়েছে, এখন তারাই বিশ্বের বৃহত্তম ডেটা অপারেটর। প্রতি মাসে ১৭ এক্সাবাইটেরও বেশি ডেটা হ্যান্ডেল করে এবং ভারতের ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের প্রায় ৬০% নিয়ন্ত্রণ করছে তারা।

কোম্পানি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘জিও ভবিষ্যতের যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং সক্রিয়ভাবে ৬জি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে, গ্লোবাল লিডার হওয়ার লক্ষ্যে।’

বিগত এক দশক ধরে, জিও ভারতের ডিজিটাল ল্যান্ডস্কেপকে দ্রুত বিকশিত করেছে। ২০১৬ সালের প্রথম দিকে ৪জি বিনিয়োগ থেকে শুরু করে ২০২২ সালে স্বতন্ত্র ৫জি এবং ২০২৪ সালে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডব্লিএ) চালু করা পর্যন্ত, এই টেলিকম জায়ান্ট ধারাবাহিক ভাবে এগিয়ে চলেছে।

জিও টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মধ্যেই থেমে নেই, বরং নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি করছে এবং ভারতে স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য স্পেসএক্সের সঙ্গে কাজ করছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত, জিয়োর প্রায় ১৯ কোটি ৫জি ব্যবহারকারী ছিল, যা কোম্পানির মোট ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের প্রায় ৪৫% অবদান। ব্রডব্যান্ড ফ্রন্টে, এটি প্রায় ১৮ কোটি বাড়িতে সংযোগ স্থাপন করেছে এবং আর্থিক বছরে শিল্পে সমস্ত নতুন সংযোজনের প্রায় ৮৫%!

 

The post ৫জি চালুর পর এবার ৬জির ট্রায়াল শুরু হচ্ছে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments