অ্যাপল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। জেপি মরগানের বিশ্লেষক সামিক চ্যাটার্জির মতে, কোম্পানিটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আইফোন ১৮ সিরিজের অংশ হিসেবে তাদের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করতে পারে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে আইফোন ১৭ সিরিজে বড় কোনো পরিবর্তন না থাকায় এরই মধ্যে প্রযুক্তি দুনিয়ার দৃষ্টি পড়েছে ২০২৬ সালের মডেলের দিকে।
নতুন ফোল্ডেবল আইফোনে থাকবে বইয়ের মতো ভাঁজযোগ্য নকশা, যা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। ডিভাইসটিতে ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের ডিসপ্লে ও ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের দাবি, ভেতরের ডিসপ্লে একেবারেই ক্রিজ (ভাঁজের দাগ) মুক্ত হবে। এটি বর্তমান ফোল্ডেবল ফোনগুলোর তুলনায় বড় ধরনের উন্নতি, যা অ্যাপলকে বাজার ধরতে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
চ্যাটার্জির পূর্বাভাস অনুযায়ী, ফোল্ডেবল আইফোনের প্রাথমিক দাম হতে পারে ১ হাজার ৯৯৯ ডলার। ২০২৭ অর্থবছরে ফোনটির বিক্রি ১ থেকে দেড় কোটি ইউনিট হতে পারে এবং ২০২৯ অর্থবছরে তা বেড়ে ৪ কোটি ইউনিটের কাছাকাছি পৌঁছতে পারে। ফলে অ্যাপলের জন্য এটি ৬ হাজার ৫০০ ডলারের আয় বাড়াতে অবদান রাখতে পারে।
চ্যাটার্জি বলেছেন, ফোনটি বাজারে এলে অ্যাপলের সরবরাহ চেইন সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান এ থেকে লাভবান হতে পারে। ইলেকট্রনিক সংযোগ যন্ত্রাংশ প্রস্তুতকারী অ্যামফেনল ও বিশেষ ধরনের গ্লাস নির্মাতা কর্নিং ফোল্ডেবল আইফোনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী হতে পারে। তাদের আয় মূলত ফোনের উচ্চমূল্যের যন্ত্রাংশ সরবরাহ থেকেই আসবে, বিক্রির পরিমাণ থেকে নয়।
এর আগে ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য দাম ২ হাজার ৩০০ ডলার হবে বলে গুঞ্জন ছিল এবং ধারণা করা হয়েছিল, সীমিতসংখ্যক ইউনিট বাজারে আনা হবে। তবে জেপি মরগানের নতুন পূর্বাভাসে তুলনামূলক কম দামের পাশাপাশি বৃহৎ পরিসরে বিক্রির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভাঁজের দাগমুক্ত ডিসপ্লে, উন্নত নকশা ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে ফোল্ডেবল আইফোনকে অ্যাপলের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। কোম্পানিটি সফল হলে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে পারে।
The post আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন appeared first on Techzoom.TV.
0 Comments