আইফোন ১৭ উন্মোচন হতে যাচ্ছে আগামী মাসে। এ সিরিজের চারটি মডেলই ভারতের কারখানায় উৎপাদন শুরু করেছে অ্যাপল। এর মাধ্যমে প্রথমবারের মতো সবগুলো নতুন মডেল উন্মোচনের সময়ই ভারত থেকে সরবরাহ করা হবে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান সম্প্রতি এসব তথ্য জানান।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের পাঁচটি কারখানায় আইফোন উৎপাদন বাড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টটি। এর মধ্যে দুটি নতুন কারখানাও রয়েছে। নতুন এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি চীনের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উৎপাদন সম্প্রসারণ করছে।
বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের লক্ষ্য যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোনের চাহিদার বড় অংশ চীনের পরিবর্তে ভারত থেকে সরবরাহ করা। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি-সংক্রান্ত উদ্বেগ এবং ভূরাজনৈতিক উত্তেজনা এমন সিদ্ধান্তের মূল কারণ।
মার্ক গুরম্যান জানান, ভারতে আইফোন তৈরি করতে দেশটির গুরুত্বপূর্ণ কারখানাগুলো পরিচালনা ও উৎপাদনের বড় অংশের দায়িত্ব নিচ্ছে ভারতীয় বহুজাতিক সংস্থা টাটা গ্রুপ। পরবর্তী দুই বছর ভারতের আইফোন উৎপাদনের অর্ধেকের বেশি আসবে টাটার কারখানা থেকে।
২০২৫ সালের মার্চ পর্যন্ত আগের এক বছরে ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন তৈরি হয়েছে ভারতে। বর্তমানে দেশটি বিশ্বের মোট আইফোনের ২০ শতাংশ উৎপাদন করছে।
The post ভারতে তৈরি হচ্ছে আইফোন ১৭-এর সব নতুন মডেল appeared first on Techzoom.TV.

0 Comments