চিপ ব্যবসায় বড় ধস, স্যামসাংয়ের মুনাফা কমল অর্ধেকের বেশি

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে। সেমিকন্ডাক্টর বা চিপ ব্যবসায় ধস নামায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমে গেছে।

স্যামসাংয়ের প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৪ লাখ ৭০ হাজার কোটি কোরিয়ান ওন (৩৩৮ কোটি ডলার)। গত বছর একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১০ লাখ ৪৪ হাজার কোটি ওন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পরিচালন মুনাফা কমেছে প্রায় ৫৪ শতাংশ।

প্রতিষ্ঠানটির মোট আয় অবশ্য গত বছরের তুলনায় সামান্য বেড়ে ৭৪ লাখ ৬০ হাজার কোটি ওনে দাঁড়িয়েছে। তবে আয়ের এই সামান্য প্রবৃদ্ধি মুনাফার পতন ঠেকাতে পারেনি।

কেন এই বড় পতন?
স্যামসাংয়ের মুনাফা কমে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে এর ডিভাইস সলিউশনস বিভাগ, যার অধীনে মেমোরি চিপ, সেমিকন্ডাক্টর ডিজাইন ও ফাউন্ড্রি ব্যবসা পরিচালিত হয়। এই বিভাগের মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ৯৩.৮ শতাংশ হ্রাস পেয়েছে।

স্যামসাং কর্তৃপক্ষ এর পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছে:
১. মজুত পণ্যের মূল্য হ্রাস: মেমোরি চিপের বাজারে চাহিদা কমে যাওয়ায় গুদামে থাকা মজুত পণ্যের মূল্যায়নজনিত বড় অঙ্কের ক্ষতি হয়েছে।
২. রফতানি নিষেধাজ্ঞার প্রভাব: চীনে চিপ রফতানিতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় মেমোরি চিপ উৎপাদনের বাইরে এককালীন কিছু ব্যয় করতে হয়েছে, যা মুনাফাকে সরাসরি প্রভাবিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের চাহিদা কমে যাওয়া এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে চিপের বাজারে যে মন্দা চলছে, তার সরাসরি শিকার হয়েছে স্যামসাং। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জন্য প্রয়োজনীয় হাই-ব্যান্ডউইথ মেমোরি (HBM) চিপের চাহিদা বাড়ছে, তবে তা সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

 

 

 

 

The post চিপ ব্যবসায় বড় ধস, স্যামসাংয়ের মুনাফা কমল অর্ধেকের বেশি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments