রেডমি নোট ১৫ প্রো প্লাসে থাকছে পুরনো প্রসেসর, নতুন কী থাকছে?

শাওমির জনপ্রিয় রেডমি নোট সিরিজের পরবর্তী ফোন রেডমি নোট ১৫ প্রো (Redmi Note 15 Pro) এই মাসের শেষেই চীনে লঞ্চ হতে চলেছে। আশা করা হচ্ছে, এই সিরিজের অধীনে শুরুতে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো+—এই দুটি মডেল আসবে। তবে লঞ্চের ঠিক আগে, একটি তথ্য প্রযুক্তিপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সিরিজের টপ মডেল রেডমি নোট ১৫ প্রো+ এ তার পূর্বসূরি, অর্থাৎ রেডমি নোট ১৪ প্রো+ এর একই চিপসেট ব্যবহার করা হবে। এর অর্থ, পারফরম্যান্সের দিক থেকে নতুন ফোনে বড় কোনো আপগ্রেড থাকছে না।

গত বছর রেডমি নোট ১৪ প্রো+ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। কোম্পানির নিজস্ব কোডবেস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ফ্লোরাইট’ কোডনেম যুক্ত আপকামিং রেডমি নোট ১৫ প্রো+ ফোনেও এই একই প্রসেসর থাকবে।

প্রসেসর এক হলেও নতুনত্ব কোথায়?
যদিও চিপসেটে কোনো পরিবর্তন আসছে না, শাওমি অন্য কয়েকটি দিকে বড় আপগ্রেড নিয়ে আসছে বলে জানা গেছে।

ফাস্ট চার্জিং: ফোনটি ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা দ্রুত ফোন চার্জ হতে সাহায্য করবে।

স্যাটেলাইট কানেক্টিভিটি: এই বাজেটের ফোনে প্রথমবারের মতো স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত করা হতে পারে, যা নেটওয়ার্ক இல்லாத এলাকাতেও জরুরি যোগাযোগের জন্য সহায়ক হবে।

মজবুত বিল্ড কোয়ালিটি: কোম্পানি টিজারে জানিয়েছে, নতুন সিরিজের ফোনগুলো ‘ফ্ল্যাগশিপ লেভেলের’ প্রযুক্তি এবং অত্যন্ত মজবুত বিল্ড কোয়ালিটি সহ আসবে। দুটি মডেলই ‘ফ্যাল রেজিস্ট্যান্ট’ হবে, অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না বা ক্ষতি হবে না।

ফোনটি ইতিমধ্যেই চীনের 3C এবং রেডিও সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে এর লঞ্চ আসন্ন। পারফরম্যান্সের চেয়ে এবার স্থায়িত্ব এবং জরুরি ফিচারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে রেডমি, যা তাদের নতুন কৌশলেরই ইঙ্গিত দেয়।

The post রেডমি নোট ১৫ প্রো প্লাসে থাকছে পুরনো প্রসেসর, নতুন কী থাকছে? appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments