মাইক্রোসফটের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের ‘সম্পৃক্ততার’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সম্প্রতি কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের কার্যালয়ে অবস্থান করেন ওই দুই কর্মী। এ ঘটনার পর পরই বুধবার তাদের চাকরিচ্যুত করেছে সফটওয়্যার জায়ান্টটি।
মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, অনুমতি ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ এবং কোম্পানির নীতি লঙ্ঘন করায় দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে মাইক্রোসফটের দুই কর্মী অ্যানা হ্যাটল ও রিকি ফ্যামেলকে ভয়েজ মেইলে বরখাস্তের বিষয়টি অবগত করা হয়েছে।
হ্যাটলের অভিযোগ, মাইক্রোসফট ইসরায়েলকে এমন সুবিধা সরবরাহ করছে, যা হত্যাযজ্ঞ ঘটাতে ব্যবহারে হচ্ছে। একই সঙ্গে কোম্পানি নিজস্ব কর্মীদের এ বাস্তবতা নিয়ে বিভ্রান্ত ও ভুল তথ্য দিচ্ছে।
The post মাইক্রোসফটের দুই কর্মী বরখাস্ত appeared first on Techzoom.TV.

0 Comments