আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে

অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স উন্মোচিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে।

আইফোনের প্রো ম্যাক্স মডেলে ডিজাইন ও হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় আছে ফোনটির রঙ। ফোনটি উজ্জ্বল কমলা, সাদা, গাঢ় নীল ও কালো রঙে পাওয়া যাবে।

অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যানসহ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকবে বড় আপগ্রেডসহ তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এর মধ্যে প্রধান ক্যামেরা, আলট্রা-ওয়াইড লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত। সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য ফোনে যুক্ত হবে নতুন এ১৯ প্রো চিপসেট। পাশাপাশি থাকছে ১৫ ওয়াট কিউআই২ ওয়্যারলেস চার্জিং এবং ২৫ ওয়াট ম্যাগসেফ চার্জিং সাপোর্ট।

আইফোন উন্মোচনের ইভেন্টটি আগামী ৮ সেপ্টেম্বর বা ১০ সেপ্টেম্বর আয়োজন করা হতে পারে।

The post আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments