শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০?

গুগলের আসন্ন পিক্সেল ১০ সিরিজ নিয়ে নতুন এক গুঞ্জন ছড়িয়েছে প্রযুক্তি মহলে। ধারণা করা হচ্ছে, এ সিরিজের বেশির ভাগ মডেলেই আর থাকছে না প্রচলিত ফিজিক্যাল সিম ট্রে। তার বদলে কেবল ই-সিম সমর্থন করবে ডিভাইসগুলো।

প্রযুক্তি ব্লগার ইভান ব্লাসের বরাত দিয়ে টেক রেডার জানিয়েছে, সিরিজের মধ্যে কেবল পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলেই ফিজিক্যাল সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। পিক্সেল ১০, ১০ প্রো এবং ১০ প্রো এক্সএল—এই তিনটি মডেল হবে গুগলের প্রথম ফোন যেখানে কেবল ই-সিমই সমর্থিত হবে।

তবে এই পরিবর্তন আপাতত যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মডেলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেক রেডার।

অন্যদিকে, প্রযুক্তি সাইট ৯টু৫ গুগল বলছে, ফাঁস হওয়া কিছু ছবিতে সিম ট্রে দেখা গেলেও বেশির ভাগ রেন্ডারে ফোনের নিচের অংশ দৃশ্যমান নয়। ফলে গুজবের সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

ই-সিম নিয়ে বাজারে বড় পরিবর্তনের নজির এর আগেও রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজে কেবল ই-সিম চালু করে অ্যাপল। তেমন বড় কোনো জটিলতা ছাড়াই কোম্পানিটি এই পরিবর্তন বাস্তবায়ন করে।

প্রযুক্তিবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ই-সিম প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য ও সহজলভ্য হয়ে উঠেছে। সিম ট্রে বাদ দিলে ডিভাইসের ভেতরে অতিরিক্ত জায়গা পাওয়া যায়, যা অন্যান্য হার্ডওয়্যারের জন্য ব্যবহার করা সম্ভব হয়।

The post শুধু ই-সিম নিয়ে আসছে গুগল পিক্সেল ১০? appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments