অপো চীনে উন্মোচন করেছে এ৬ ম্যাক্স স্মার্টফোন, যার মূল আকর্ষণ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাটারিটি বেশি শক্তি সঞ্চয় করতে সক্ষম। খবর জিএসএম এরিনা।
ফোনটিতে ৬.৮ ইঞ্চি ওএলইডি প্রদর্শনী রয়েছে, ১২০ হার্টজ রিফ্রেশ হার এবং সর্বোচ্চ ১,৬০০ নিটস উজ্জ্বলতাসহ, যা ভেজা হাতেও কাজ করবে।
যন্ত্রটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট দ্বারা চালিত, সঙ্গে ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট সঞ্চয়স্থান। চিত্রগ্রহণ ব্যবস্থায় রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল গভীরতা সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। ব্যাটারিটি ৮০ ওয়াট সুপারভুক দ্রুত চার্জ সমর্থন করে, যা মাত্র ২৪ মিনিটে ৫০% চার্জ দিতে সক্ষম।
ফোনটির আইপি৬৯ সনদ রয়েছে ধুলো ও পানির বিরুদ্ধে সুরক্ষার জন্য এবং এটি উচ্চ তাপমাত্রাতেও চলতে সক্ষম। ফোনটির দাম ধরা হয়েছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ২২০ ডলার)।
The post ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন আনলো অপো appeared first on Techzoom.TV.

0 Comments