ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের গত জুনে টি১ (টিওয়ান) নামে নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। তবে সম্প্রতি প্রচারমূলক পোস্টে অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসের সম্পাদিত ছবি ব্যবহারের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ফোনটি।
অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, টি১-এর প্রচারমূলক ছবিগুলোয় রেভভেল ৭ প্রো ৫জি, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনগুলোর লোগো ও কিছুটা নকশা পরিবর্তন করে দেখানো হয়েছে।
এর আগেও বিশেষজ্ঞরা বলছিলেন, সম্প্রতি উন্মোচিত টি১ ফোনের স্পেসিফিকেশন চীনে তৈরি একটি ফোনের সঙ্গে ‘চোখে পড়ার’ মতো মিল রয়েছে।
The post অ্যাপল-স্যামসাংয়ের ছবি দিয়ে টি১ ফোনের প্রচারণা করছে ট্রাম্প মোবাইল? appeared first on Techzoom.TV.

0 Comments