আগস্টের শুরুতে স্যামসাং তাদের ওয়ান ইউআই ৮ (One UI 8) বেটা রোডম্যাপ প্রকাশ করেছিল, যেখানে পুরোনো ও মিড-রেঞ্জ ডিভাইসের জন্য আপডেট আনার ঘোষণা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার গ্যালাক্সি এ-সিরিজের কয়েকটি ফোনে বেটা আপডেট আসা শুরু হয়েছে ।
প্রথমেই এই আপডেট পেয়েছে গ্যালাক্সি এ৩৬ । এর বিল্ড নাম্বার A366EXXU4ZYHD এবং ফাইল সাইজ প্রায় ২.১ জিবি । প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ভারতের ব্যবহারকারীরা এই আপডেট পাচ্ছেন । যারা আপডেট পেতে আগ্রহী, তাদের স্যামসাং মেম্বারস (Samsung Members) অ্যাপে গিয়ে বেটা প্রোগ্রামে সাইন আপ করতে হবে ।
একইভাবে গ্যালাক্সি এ৩৫ ও এ৫৫ মডেলেও শিগগিরই বেটা আপডেট আসবে । গ্যালাক্সি এ৫৫–এর বেটা ভার্সনের বিল্ড নাম্বার A556EXXUAZYH6, যার ফাইল সাইজ প্রায় ১.৯ জিবি । উল্লেখ্য, ভারতীয় ব্যবহারকারীরা অন্যান্য অঞ্চলের তুলনায় আগেই এই আপডেট পাচ্ছেন বলে জানা গেছে ।
এছাড়া, গ্যালাক্সি এ৫৪–এর জন্যও ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত করা হয়েছে । তবে আশ্চর্যজনকভাবে, এই তালিকায় গ্যালাক্সি এ৩৪ মডেলটি নেই ।
এ-সিরিজ ছাড়াও গ্যালাক্সি এস২৪ সিরিজও ১৩ আগস্ট থেকে বেটা আপডেট পেতে শুরু করেছে । অন্যদিকে, গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য ৮ সেপ্টেম্বর তারিখ নির্ধারিত থাকলেও, এক সপ্তাহ আগেই ইন্টারনেটে ব্যবহারকারীদের অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে ।
তবে এখনও পর্যন্ত গ্যালাক্সি জেড ফোল্ড৫ ও জেড ফ্লিপ৫ ব্যবহারকারীরা আপডেট পাননি । ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে তাদের জন্য আপডেট আসতে পারে । গ্যালাক্সি এ৫৬ ও এ৩৪ মডেলগুলো বেটা তালিকায় না থাকলেও, স্টেবল রিলিজের সময় তারা যুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
The post স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজে ওয়ান ইউআই ৮ বেটা আপডেট appeared first on Techzoom.TV.

0 Comments