বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ

২০২৫ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি নতুন রেকর্ড গড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এ সময়ে প্রিমিয়াম সেগমেন্টের ইউনিট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। যদিও এ সময়ে স্মার্টফোনের সার্বিক বাজার প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, ‘প্রিমিয়ামাইজেশন’ প্রবণতা এখানে মূল ভূমিকা রেখেছে। অর্থাৎ, ব্যবহারকারীরা উন্নত পারফরম্যান্স, ডিজাইন ও ফিচারের জন্য বেশি দামি স্মার্টফোন কিনতে আগ্রহী হচ্ছেন। এছাড়া স্মার্টফোনের সহজলভ্যতা, বাড়তি ক্রয়ক্ষমতা ও ব্যবহার বৃদ্ধিও প্রিমিয়াম ডিভাইসে বিনিয়োগ বাড়িয়েছে। বেশির ভাগ অঞ্চলে ব্র্যান্ডগুলোর বিক্রয় বাড়ছে এবং প্রিমিয়াম বাজার বৈশ্বিক স্মার্টফোন আয়ের ৬০ শতাংশের বেশি অবদান রাখছে।

প্রিমিয়াম স্মার্টফোনে শীর্ষ ব্র্যান্ড অ্যাপল। ২০২৫ সালের প্রথমার্ধে অ্যাপলের বিক্রি ৩ শতাংশ বেড়েছে। এ সময় প্রিমিয়াম বাজারের ৬২ শতাংশ দখল করেছে অ্যাপল। তবে অন্য ব্র্যান্ডের তুলনায় অ্যাপলের বাজার অংশ কিছুটা কমেছে। অ্যাপল উদীয়মান বাজারে ভালো করেছে, কিন্তু চীনে হুয়াওয়ে ও শাওমির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে গেছে। চীনে হুয়াওয়ের জনপ্রিয়তা আইফোনের থেকে বেশি এবং অফলাইন উপস্থিতিও শক্তিশালী। বিশেষত ট্রাইফোল্ডিং মেট এক্সটি ডিভাইসের মতো উদ্ভাবনী মডেল হুয়াওয়ের বিক্রি বাড়াচ্ছে।

চীনের প্রিমিয়াম সেগমেন্টে শাওমিও শক্ত অবস্থান বজায় রেখেছে। স্মার্টফোনের পাশাপাশি ইভি ও আইওটি ব্যবসায়ও প্রিমিয়ামাইজেশনের সম্প্রসারণ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শাওমির প্রিমিয়াম ইভি লঞ্চের সাফল্য স্মার্টফোন ব্যবসায়ও ‘হ্যালো ইফেক্ট’ তৈরি করেছে।

অন্যদিকে গুগল পাঁচ বছরের পর প্রথমবারের মতো প্রিমিয়াম শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে প্রবেশ করেছে। পিক্সেল ৯ সিরিজের রেকর্ড বিক্রি, নতুন বাজারে সম্প্রসারণ এবং আরো অভিনব বিপণন কৌশল বিক্রি দ্বিগুণ করেছে। গুগল পিক্সেলকে শুধু হার্ডওয়্যারের জন্য নয়, বরং এআই-ফার্স্ট ডিভাইস হিসেবে বাজারজাত করছে, যা গ্রাহক আস্থা বাড়াচ্ছে।

স্যামসাং এস২৫ সিরিজের বিক্রিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্লেষকরা আশা করছেন স্যামসাংয়ের জেড ফোল্ড৭ আগের মডেলের তুলনায় আরো ভালো পারফরম্যান্স দেবে।

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রায় ৮০ শতাংশ বিক্রিতে অবদান রেখেছে শীর্ষ ১০টি বাজার। এর মধ্যে ভারতেই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে গত বছরের তুলনায় এ ধরনের স্মার্টফোনের বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। অ্যাপলের ভালো বিক্রি ও সহজ ফাইন্যান্সিং অপশন ভারতের প্রিমিয়াম ডিভাইস বাজার সম্প্রসারণে সহায়ক হয়েছে। তবে মোট ইউনিটের দিক থেকে চীন এখনো সবচেয়ে বড় বাজার।

তবে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার সীমিত হলেও ক্রমবর্ধনশীল। ভিন্ন ডিজাইন ও লাক্সারি অফার এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাপলের ২০২৬ সালে ফোল্ডেবল মডেল লঞ্চ বাজারকে আরো প্রসারিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া এআই-ভিত্তিক ডিভাইস প্রিমিয়াম বিক্রিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ২০২৫ সালের প্রথমার্ধে জেনারেটিভ এআইভিত্তিক স্মার্টফোন প্রিমিয়াম বিক্রির ৮০ শতাংশের বেশি অংশ দখল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হার্ডওয়্যারের পার্থক্য ছোট হওয়ায় ভবিষ্যতে গ্রাহক এআই ইকোসিস্টেমের ওপর বেশি নির্ভর করবে।

The post বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments