চীনের দুই চিপ সংস্থার ওপর মার্কিন বিধিনিষেধ

চীনের দুটি চিপ কোম্পানির ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে তৈরি চিপ উৎপাদনের সরঞ্জাম কিনে দিয়েছে চীনের সবচেয়ে বড় চিপ কোম্পানি এসএমআইসিকে। ফলে দুই কোম্পানিকে যুক্তরাষ্ট্রের ‘এনটিটি লিস্ট’ নামের একটি তালিকায় যুক্ত করা হয়েছে। এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে সহজে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম কিনতে পারে না।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর মোট ৩২টি প্রতিষ্ঠানকে নতুন করে এ তালিকায় যুক্ত করেছে। এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠান চীনের। যুক্তরাষ্ট্রের এনটিটি লিস্টে যুক্ত করা হয়েছে চীনের দুই সংস্থা জিএমসি সেমিকন্ডাক্টর টেকনোলজি ও জিকুন সেমিকন্ডাক্টর টেকনোলজি। প্রতিষ্ঠান দুটি চীনের শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি নর্দার্ন ইন্টিগ্রেটেড সার্কিট ম্যানুফ্যাকচারিং করপোরেশন ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের জন্য মার্কিন সরঞ্জাম সংগ্রহ করেছিল। ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চীনের সাংহাই ফুডান মাইক্রোইলেকট্রনিকস টেকনোলজি কোং এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মার্কিন এনটিটি তালিকায় যুক্ত করা হয়েছে।

তালিকায় ভারত, ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানও যুক্ত করা হয়েছে।

The post চীনের দুই চিপ সংস্থার ওপর মার্কিন বিধিনিষেধ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments