কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রভাবে ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী আর্থিক লেনদেন বা বিশ্ববাণিজ্যের আকার ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডব্লিউটিও বলেছে, আগামী ১৫ বছরে এআইয়ের কারণে ব্যবসা পরিচালনার খরচ কমবে এবং উৎপাদন বেশি হবে। ফলে বিশ্বের সব দেশের মধ্যে পণ্য ও সেবার লেনদেন প্রায় ৩৪-৩৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ডব্লিউটিওর ডেপুটি ডিরেক্টর জেনারেল জোহানা হিল বলেছেন, ‘বিশ্ববাজারে বাণিজ্যের জন্য এক উজ্জ্বল সুযোগ করতে পারে এআই।’ তবে তিনি সতর্ক করেছেন যে সঠিক নীতিমালা ছাড়া প্রযুক্তিটি অর্থনৈতিক বৈষম্য আরো বাড়াতে পারে।
The post ১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই appeared first on Techzoom.TV.

0 Comments