আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর ওয়ালটন

বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাসে মুগ্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লাল-সবুজ পতাকাবাহীদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করল তিনবারের বিশ্বকাপজয়ী দল। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে এএফএ।

চুক্তিটি কেবল বাংলাদেশ অঞ্চলের জন্য প্রযোজ্য। এর আওতায় ওয়ালটন শুধুমাত্র দেশের অভ্যন্তরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তাদের লোগো ব্যবহার করতে পারবে।

চুক্তির শর্ত অনুযায়ী, লিওনেল মেসিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে ফটোশুট ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম আয়োজনের সুযোগ পাবে ওয়ালটন।

এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ালটনের লোগো যুক্ত হয়েছে। বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের লোগোর পাশে দেশের এই ব্র্যান্ডের উপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

The post আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর ওয়ালটন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments