ভারতের চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-আগস্ট) যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়ে ৮৪৩ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯৩ শতাংশ বেশি। এ প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে অ্যাপলের স্মার্টফোন।
ভারত সেলুলার ও ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ) গত বুধবার জানিয়েছে, এপ্রিল-আগস্ট সময়কালে দেশটির স্মার্টফোন রফতানি রেকর্ড ১ হাজার ১৭০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
পাশাপাশি ভারতীয় বাজারে অ্যাপল ব্র্যান্ডের জনপ্রিয়তা বেড়েছে। কিস্তিতে কেনার সুবিধা থাকায় দেশটির তরুণ ক্রেতাদের মধ্যে আইফোনের চাহিদা বাড়ছে।
The post ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়েছে ১৯৩ শতাংশ appeared first on Techzoom.TV.

0 Comments