বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো এবং ডলার সংকট নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছর শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত বিটিআরসি ৬৩টি সরকারি বিদেশ ভ্রমণ আদেশ (জিও লেটার) জারি করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিটিআরসি’র ১০০ জনের বেশি কর্মকর্তা দেশের বাইরে ভ্রমণ করেছেন। এই ভ্রমণগুলোর খরচ অনেক ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, যারা বিটিআরসি’র সঙ্গে টেন্ডার প্রক্রিয়ায় যুক্ত, তাদের অর্থায়নে হয়েছে।
২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪’-এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং যুগ্ম সচিব তৈয়বুর রহমান। একই অনুষ্ঠানের জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত স্পেন সফর করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পদত্যাগকারী চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। তার সফরসঙ্গী ছিলেন বিটিআরসির আরও দুই কর্মকর্তা। গত ৩ থেকে ৬ মার্চ আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫’ এ অংশ নিতে স্পেনের বার্সালোনা সফর করেন আইসিটি বিভাগের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ সাইফুল হাসান। গত ১১ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত জারি করা জিও’র স্বাক্ষরকারী কর্মকর্তাও তিনি। জিও পর্যালোচনায় দেখা যায়, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুই ব্যক্তিগত কর্মকর্তার নামও ছিল সেখানে। তবে অনুষ্ঠানের আগেই নাহিদ ইসলাম পদত্যাগ করলে, শেষ পর্যন্ত আর স্পেনে যাননি বলে নিশ্চিত করেন তাদের একজন। এই সফরের অর্থ দিয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি ‘জরুরি’ পরিপত্র জারি করা হয়েছিল, যেখানে অপরিহার্য বিষয় ব্যতীত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই পরিপত্রে সরকারি ক্রয় প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একসঙ্গে বিদেশ ভ্রমণ না করার কথাও উল্লেখ ছিল। তবে বিটিআরসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের এই সংখ্যা সরকারি নির্দেশনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।
The post বিটিআরসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ‘সেঞ্চুরি’, সরকারি পরিপত্রের তোয়াক্কা নেই appeared first on Techzoom.TV.

0 Comments