বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি

পাওয়ার ব্যাংকের কিছু ব্যাটারিতে নিরাপত্তা ঝুঁকি ধরা পড়ায় প্রায় ১ লাখ ৪৭ হাজার ইউনিট ফেরত নিচ্ছে শাওমি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ব্যাটারিতে ত্রুটি থাকায় ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাওমির জনপ্রিয় ৩৩ ওয়াটের পাওয়ার ব্যাংকে (মডেল পিবি২০৩০এমআই) নিরাপত্তাজনিত ত্রুটি ধরা পড়েছে। ২০ হাজার এমএএইচ সক্ষমতার এ পাওয়ার ব্যাংকে বিল্ট-ইন কেবল রয়েছে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বিক্রি হওয়া ইউনিটগুলোই মূলত রিকল বা ফেরত নেয়ার তালিকায় পড়েছে।

শাওমির মতে, সীমিত সংখ্যক পাওয়ার ব্যাংকে ১২৬২৮০ ব্যাটারি সেলের ২.০ সংস্করণ ব্যবহার হয়েছে। একটানা দীর্ঘ সময় ধরে ব্যবহার ও একসঙ্গে একাধিক ডিভাইস চার্জের ফলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও এখনো কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, তবু ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে কোম্পানি আগাম সতর্কতা হিসেবে এসব ইউনিট বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শাওমির ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক ফেরত দিলে গ্রাহকদের ১৫৯ ইউয়ান (প্রায় ২২ ডলার) সম্পূর্ণ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে চীনা কোম্পানিটি।

উল্লেখ্য, চীনে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার অভিযোগের পর গত জুলাইয়ে ফ্লাইট নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি মোকাবেলায় কড়াকড়ি আরোপ করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি দেশ।

চলতি বছরের জুনে ইলেকট্রনিকস নির্মাতা আনকার ইনোভেশনস ও শেনজেনভিত্তিক রোমস টেকনোলজি ১২ লাখ পাওয়ার ব্যাংক বাজার থেকে উঠিয়ে নেয়। প্রতিষ্ঠান দুটি জানায়, উচ্চ তাপমাত্রায় এসব ডিভাইস অতিরিক্ত গরম হয়ে আগুন ধরিয়ে দিতে পারে।

 

The post বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments