আইডিএলসি ইনভেস্টমেন্টসের আনা বেশিরভাগ কোম্পানির শেয়ার ইস্যু মূল্যের নিচে, বিনিয়োগকারীরা হতাশ

গত ১৫ বছরে (২০১০ সাল থেকে বর্তমান) ৯টি কোম্পানিকে শেয়ারবাজারে এনেছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। যার মধ্যে ১টি ছাড়া সবগুলো প্রিমিয়ামে এবং উচ্চ দরে আনা হয়েছে। তবে সেগুলোর ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর ইস্যু মূল্যের নীচে অবস্থান করছে। এছাড়া আইপিওকালীন সময়ের তুলনায় ৭৮ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যুকৃত ৯ কোম্পানির মধ্যে ১টি অভিহিত মূল্যে (প্রিমিয়াম ছাড়া) ও ৮টি প্রিমিয়ামসহ শেয়ারবাজারে এসেছে। এর মধ্যে আরএকে সিরামিকস, রানার অটোমোবাইলস ও মীর আক্তার বুক বিল্ডিংয়ে প্রিমিয়াম নিয়েছে।

এই ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানটির মাধ্যমে শেয়ারবাজারে আসা ৯টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে জিবিবি পাওয়ারের। প্রতিটি ৪০ টাকা করে শেয়ার ইস্যু করা কোম্পানিটির দর এখন ৮.৩০ টাকা। এক্ষেত্রে শেয়ারের দর কমেছে ৭৯.২৫ শতাংশ। এছাড়া রানার অটোর ৬১.৪৯ শতাংশ ও মীর আক্তারের ৫৪.২৬ শতাংশ দর পতন হয়েছে।

নিম্নে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যুকৃত কোম্পানি ৯টির শেয়ার ইস্যু দর ও বর্তমান দরের তথ্য তুলে ধরা হল :

এদিকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ইস্যুকৃত ৯ কোম্পানির মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বের তুলনায় ৭টি বা ৭৮ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে। এরমধ্যে ৩টি কোম্পানি লোকসানে নেমেছে।

তালিকাভুক্তির পরে সবচেয়ে বেশি ইপিএস কমেছে জিবিবি পাওয়ারের। কোম্পানিটির তালিকাভুক্ত পূর্ব ২.৫৭ টাকার ইপিএস সর্বশেষ অর্থবছরে ঋণাত্মক (০.৩৫) টাকায় নেমে এসেছে। এক্ষেত্রে ইপিএসে পতন হয়েছে ১১৪ শতাংশ। এছাড়া লোকসান করা রানার অটোর ১১১ শতাংশ ও আরএকে সিরামিকের ১০৫ শতাংশ পতন হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার সময়ের ও সর্বশেষ অর্থবছরের প্রকাশিত ইপিএস তুলে ধরা হল-

 

The post আইডিএলসি ইনভেস্টমেন্টসের আনা বেশিরভাগ কোম্পানির শেয়ার ইস্যু মূল্যের নিচে, বিনিয়োগকারীরা হতাশ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments