শাওমি ১৭ প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন

চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচন করলো শাওমি। আজ এক জমকালো অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত শাওমি ১৭ (Xiaomi 17) সিরিজের অধীনে শাওমি ১৭ প্রো এবং শাওমি ১৭ প্রো ম্যাক্স মডেল দুটি লঞ্চ করা হয়েছে। অত্যাধুনিক প্রসেসর, উদ্ভাবনী রিয়ার-ফেসিং সেকেন্ডারি ডিসপ্লে এবং লাইকা-টিউনড ক্যামেরার মতো যুগান্তকারী ফিচার দিয়ে এই ফোন দুটি স্মার্টফোনের দুনিয়ায় নতুন আলোড়ন সৃষ্টি করতে প্রস্তুত।

উদ্ভাবনী সেকেন্ডারি ডিসপ্লে ও ডিজাইন:
এবারের প্রো মডেলগুলোর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর রিয়ার ক্যামেরা মডিউলের সাথে যুক্ত সেকেন্ডারি ডিসপ্লে। এই “ম্যাজিক ব্যাক স্ক্রিন” ব্যবহার করে প্রাইমারি ক্যামেরা দিয়েই হাই-কোয়ালিটি সেলফি তোলা এবং প্রিভিউ দেখা সম্ভব। এছাড়াও, অ্যালার্ম সেট করা, এআই পোট্রেট তৈরি করা এবং “পোস্ট-ইট নোটস” ফিচারের মাধ্যমে জরুরি তথ্য এক ট্যাপে স্ক্রিনে পিন করে রাখার মতো কাজ করা যাবে।

শাওমি ১৭ প্রো ম্যাক্স মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল ২কে রেজোলিউশনের প্রাইমারি ডিসপ্লে এবং শাওমি ১৭ প্রো-তে থাকছে একটি কমপ্যাক্ট ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। উভয় ফোনেই রয়েছে মাত্র ৮ মিমি পুরুত্বের স্লিম ডিজাইন এবং ১৯২ গ্রাম ওজন, যা হাতে ধরতে বেশ আরামদায়ক।

পারফরম্যান্স ও সফটওয়্যার:
পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ (Snapdragon 8 Elite Gen 5) চিপসেট। এর সাথে থাকছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক শাওমির নিজস্ব হাইপারওএস ৩ (HyperOS 3) কাস্টম স্কিনে চলবে, যেখানে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো একটি নতুন ‘হাইপারআইল্যান্ড’ ফিচারও যুক্ত করা হয়েছে।

লাইকা-টিউনড ক্যামেরা:
ছবি তোলার জন্য শাওমি তাদের দীর্ঘদিনের পার্টনার লাইকার সাথে இணைந்து এই ফোনগুলোতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লাইট হান্টার ৯৫০এল সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫x অপটিক্যাল জুম সাপোর্টেড একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনেও থাকছে একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাটারি ও অন্যান্য ফিচার:
পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ১৭ প্রো মডেলে ৬,৩০০ এমএএইচ এবং প্রো ম্যাক্স মডেলে ৭,৫০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনই ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে। সুরক্ষার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) প্রযুক্তির মতো সমস্ত আধুনিক সুবিধাই উপস্থিত।

শাওমির এই নতুন ফ্ল্যাগশিপ ফোন দুটি প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনের বাইরে অন্যান্য বাজারে ফোনগুলো কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কোম্পানি।

The post শাওমি ১৭ প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments