পলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার আগামী মাসে কোম্পানি ছাড়তে যাচ্ছেন। কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রের বরাতে সম্প্রতি এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়াকার ২০১৩ সাল থেকে অ্যাপলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন তিনি সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট উন্নয়নের দায়িত্বে ছিলেন। চলতি বছরের এপ্রিল থেকে তিনি অ্যাপলের ‘অ্যান্সার, ইনফরমেশন অ্যান্ড নলেজ’ টিমের সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। তবে সম্প্রতি সিরির দায়িত্ব সফটওয়্যার প্রধান ক্রেগ ফেডেরিগির হাতে চলে যাওয়ার পর তার কার্যপরিধি পরিবর্তন হয়।
তবে অ্যাপল এখনো ওয়াকারের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ওয়াকার এমন সময় অ্যাপল ছাড়ছেন, যখন এআই নিয়ে প্রতিষ্ঠানটির ধীরগতি সমালোচনার মুখে পড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যেখানে উন্নত এআই সুবিধা দ্রুত বাজারে আনছে, সেখানে অ্যাপল তাদের অ্যাপল ইন্টেলিজেন্স স্যুট চালু করতে দেরি করেছে। এছাড়া কোম্পানিটির চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ সিরির নতুন সংস্করণ আগামী বছর পর্যন্ত পিছিয়েছে।
সাম্প্রতিক সময়ে অ্যাপল থেকে বেশ কয়েকজন শীর্ষ এআই গবেষক ও নির্বাহী মেটা প্লাটফর্মসে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রুয়োমিং প্যাং, যিনি এআই মডেল বিকাশের দায়িত্বে ছিলেন। এছাড়া গবেষক মার্ক লি ও টম গান্টারকেও মেটা তাদের সুপার ইন্টেলিজেন্স ল্যাবস দলে নিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপলের সিইও টিম কুক মনে করেছিলেন, এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়া সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের পণ্য বিকাশের কাজ ঠিকভাবে করতে পারছেন না। তাই তিনি সিরির দায়িত্ব ভিশন প্রডাক্টস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাইক রকওয়েলকে দেন।
অ্যাপলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে গত সপ্তাহে নতুন আইফোন সিরিজ ও হালকা ওজনের আইফোন এয়ার বাজারে এনেছে। তবে অনুষ্ঠানে এআই-সংক্রান্ত নতুন কোনো ফিচার খুব বেশি লক্ষ্য করা যায়নি। অন্যদিকে গুগল তাদের নতুন ফোনে জেমিনি এআই মডেলের সক্ষমতা দেখিয়েছে, যা অ্যাপলকে প্রতিযোগিতায় আরো চাপের মধ্যে ফেলেছে।
The post অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার appeared first on Techzoom.TV.

0 Comments