প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এনভিডিয়া ও ইন্টেল। দুই শীর্ষ চিপ নির্মাতার সাম্প্রতিক ৫০০ কোটি ডলারের চুক্তিটি ল্যাপটপ ও ডাটা সেন্টারের বাজারে প্রতিযোগিতার চিত্র পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোম্পানি দুটির দাবি, ল্যাপটপের জন্য তারা এমন চিপ তৈরি করছে যা বিশ্ব আগে কখনো দেখেনি।
সাম্প্রতিক এ চুক্তির আওতায় তারা যৌথভাবে ভোক্তা, গেমিং, শিক্ষা ও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন প্রজন্মের চিপ তৈরি করবে। তবে দীর্ঘমেয়াদে এ জোটের প্রভাব এবং প্রতিদ্বন্দ্বী এএমডি ও কোয়ালকমের জন্য কী অর্থ বহন করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
The post ল্যাপটপের জন্য ‘নজিরবিহীন’ চিপ আনছে এনভিডিয়া-ইন্টেল? appeared first on Techzoom.TV.

0 Comments