বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই, থাকছে ফ্ল্যাগশিপ ফিচার

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং বিশ্ব বাজারে উন্মোচন করল তাদের জনপ্রিয় ‘ফ্যান এডিশন’ সিরিজের সর্বশেষ ফোন—গ্যালাক্সি এস২৫ এফই (Galaxy S25 FE)। ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজের মূল ফিচারগুলোকে আরও সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই ফোনটি বাজারে আনা হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স, প্রো-গ্রেড ক্যামেরা এবং উন্নত গ্যালাক্সি এআই (Galaxy AI) ফিচারের সমন্বয়ে গ্যালাক্সি এস২৫ এফই prémium স্মার্টফোন বাজারে একটি নতুন আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

মূল আকর্ষণ: ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও ডিসপ্লে
গ্যালাক্সি এস২৫ এফই ফোনে পারফরম্যান্সের জন্য স্যামসাং তাদের নিজস্ব নতুন এক্সিনোস ২৫০০ এফই (Exynos 2500 FE) চিপসেট ব্যবহার করেছে। এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি হাই-গ্রাফিক্স গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য চমৎকার অভিজ্ঞতা দেবে।

ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স (Dynamic AMOLED 2X) ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ফলে স্ক্রলিং এবং গেমিং হবে অত্যন্ত মসৃণ।

ক্যামেরা ও ডিজাইন
স্যামসাং তাদের এফই সিরিজের ক্যামেরার ওপর বরাবরই গুরুত্ব দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

প্রধান ক্যামেরা: অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের মূল সেন্সর।

আলট্রা-ওয়াইড ক্যামেরা: ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স।

টেলিফটো ক্যামেরা: ৩ গুণ অপটিক্যাল জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটি মূল এস২৫ সিরিজের মতোই, তবে এতে মিন্ট, নেভি এবং গ্রে-এর মতো আকর্ষণীয় নতুন কিছু রঙ যুক্ত করা হয়েছে। এর ফ্রেমটি আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এটি IP68 রেটিং প্রাপ্ত, অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধী।

গ্যালাক্সি এআই এবং অন্যান্য ফিচার
গ্যালাক্সি এস২৫ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ‘গ্যালাক্সি এআই’। সুখবর হলো, এস২৫ এফই মডেলেও লাইভ ট্রান্সলেট, সার্কেল টু সার্চ এবং ফটোর জন্য জেনারেটিভ এডিটের মতো প্রায় সব এআই ফিচারই পাওয়া যাবে।

ফোনটিতে রয়েছে ৪,৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (mAh) ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং এই ফোনে ৭ বছরের অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

দাম ও প্রাপ্যতা
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই বাংলাদেশের বাজারে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে বলে জানা গেছে। বিভিন্ন ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করে, বাংলাদেশী মুদ্রায় ফোনটির দাম ৯০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

The post বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই, থাকছে ফ্ল্যাগশিপ ফিচার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments