এইচএসসির ফল মিলবে বৃহস্পতিবার সকালেই, জানবেন যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার সকালেই।

ওইদিন সকাল দশটায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে বলে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষার ফলের মত খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।”

এদিকে ঢাকা বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

এদিন সকাল দশটায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ফলের পরিসংখ্যান নিয়ে এক মত বিনিময় সবাই মিলিত হবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

যেভাবে ফল পাওয়া যাবে

ঢাকা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজ নিজ রেজাল্ট শিট করতে পারবে।

আর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ঢাকা বোর্ড বলছে, ১৭ থেকে ২৩ অক্টোবর

https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুনে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছর এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।

গত ১৯ অগাস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১ থেকে ৩১ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। ১৯ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে ফলাফল (সবচেয়ে দ্রুত)

ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইটগুলোতে যখন প্রচুর চাপ থাকে, তখন এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানাই সবচেয়ে দ্রুত এবং সহজ উপায়। ফলাফল প্রকাশের পরপরই এই পদ্ধতিতে ফল পাওয়া যায়।

যেভাবে এসএমএস পাঠাবেন:

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

HSC <স্পেস> আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল

এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456 এবং পরীক্ষার সাল 2025, তবে তাকে মেসেজটি এভাবে লিখতে হবে: HSC DHA 123456 2025

ফিরতি এসএমএস-এ আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

সকল শিক্ষা বোর্ডের কোড:

  • Dhaka Board: DHA
  • Barishal Board: BAR
  • Chattogram Board: CHI
  • Cumilla Board: COM
  • Dinajpur Board: DIN
  • Jashore Board: JES
  • Rajshahi Board: RAJ
  • Sylhet Board: SYL
  • Madrasah Board: MAD
  • Technical Board: TEC

The post এইচএসসির ফল মিলবে বৃহস্পতিবার সকালেই, জানবেন যেভাবে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments