২০ বছরের মধ্যে মহাকাশে হবে ডাটা সেন্টার: জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন, ১০-২০ বছরের মধ্যে মহাকাশে গিগাওয়াট স্কেলের ডাটা সেন্টার তৈরি হবে।

ইতালির তুরিনে অনুষ্ঠিত টেক উইকে তিনি উল্লেখ করেন, মহাকাশের ডাটা সেন্টারের সুবিধা হলো ২৪ ঘণ্টা সোলার পাওয়ার পাওয়া যাবে এবং আবহাওয়া বা বৃষ্টি-ধুলার কারণে কোনো ব্যাঘাত হবে না।

বেজোস আশা করেন, এ মহাকাশভিত্তিক ডাটা সেন্টার পৃথিবীর ডাটা সেন্টারের চেয়ে আরো কার্যকর হবে।

তিনি বলেন, ‘এটি মহাকাশের ব্যবহার আরো বাড়াবে এবং পৃথিবীতে মানুষের জীবন উন্নত করতে সাহায্য করবে।’

The post ২০ বছরের মধ্যে মহাকাশে হবে ডাটা সেন্টার: জেফ বেজোস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments