চলতি সপ্তাহে এম৫ চিপযুক্ত ডিভাইস উন্মোচন করবে অ্যাপল

চলতি সপ্তাহে নতুন এম৫ চিপসংবলিত তিনটি ডিভাইস আনুষ্ঠানিক উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের দেয়া তথ্যমতে, এ সময় প্রতিষ্ঠানটি অক্টোবরে আপগ্রেড হওয়া আইপ্যাড প্রো ও নতুন স্ট্র্যাপসহ ভিশন প্রো এবং নতুন বেজ মডেল ম্যাকবুক প্রো উন্মোচনের পরিকল্পনা করছে। প্রকাশ হতে যাওয়া ডিভাইসগুলোর সবগুলোতেই থাকবে নতুন চিপ সিরিজ অ্যাপল সিলিকন।

এর আগে এম৫ চিপসংবলিত ম্যাকবুক প্রো প্রকাশের সময়সূচি ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা পরিবর্তন করা হয়েছিল। গুরম্যানের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৬ সালের শুরুতে আপগ্রেড হওয়া ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। তবে হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি বর্তমানে নতুন চিপ বা ল্যাপটপ বাজারে সরবরাহের জন্য বড় উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে।

গুরম্যান আরো জানান, বর্তমানে অ্যাপল স্টোরগুলোয় এম৪ চিপযুক্ত ম্যাকবুক প্রোর মজুদ কমে গেছে। এটি এম৫ চিপযুক্ত ডিভাইস বাজারে আসার অন্যতম বড় ইঙ্গিত। যদিও বাজারে এম৪ প্রো বা এম৪ ম্যাক্স মডেলের যথেষ্ট সরবরাহ আছে বলে উল্লেখ করেছেন তিনি।

প্রতিবেদনে আরো জানানো হয়, এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপগুলো বড় পরিমাণে উৎপাদনের জন্য প্রস্তুত হতে আরো কিছু সময় প্রয়োজন হতে পারে। আগামী বছরের শুরুতে পণ্যগুলোর বড় উৎপাদন শুরু হতে পারে।

The post চলতি সপ্তাহে এম৫ চিপযুক্ত ডিভাইস উন্মোচন করবে অ্যাপল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments