লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের শেয়ার ধারণের পরিমাণ কমিয়েছে। সেপ্টেম্বর মাস শেষে কোম্পানিটির শেয়ার ধারণের পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩টি।

তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে মোট শেয়ারের ২৩.২৬ শতাংশ ছিল। সেপ্টেম্বর মাসে তা ০.৪৩ শতাংশ কমে ২২.৮৩ শতাংশে দাঁড়িয়েছে।

আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৩.৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.০৮ শতাংশ শেয়ার রয়েছে।

The post লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments