ওপেনএআইয়ের সোরায় এনিমে ও কপিরাইট কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা

জাপানি এনিমে ও অন্যান্য কপিরাইট সুরক্ষিত কনটেন্ট ব্যবহারে নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও তৈরির প্লাটফর্ম সোরায়। জনপ্রিয় জাপানি চরিত্র ব্যবহার করে বাস্তবধর্মী ভিডিও বানানোর প্রবণতা কমানোই এর মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান এক ব্লগপোস্টে লিখেছেন, অনেক স্বত্বাধিকারী চান তাদের চরিত্রগুলো কীভাবে ব্যবহার হবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকুক। এজন্য একটি নতুন ব্যবস্থা চালু করা হবে, যেখানে সৃজনশীল কাজের মালিকরা তাদের চরিত্র এআই-নির্মিত ভিডিওতে কোন শর্তে ব্যবহার করা যাবে তা ঠিক করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, সোরার আয় থেকে একটি অংশ কপিরাইট মালিকদের সঙ্গে ভাগাভাগি করার পরিকল্পনা রয়েছে। যারা তাদের চরিত্র বা কনটেন্ট ব্যবহারের জন্য ছাড় দেবেন, তারা এর আওতায় আসবেন। তবে এ আয়ের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সোরার ব্যবহার বিনামূল্যে হলেও ভবিষ্যতে এটি পেইড মডেলে নেয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি।

অল্টম্যান বলেন, ‘‌জাপান থেকে আসা অসাধারণ সৃজনশীলতা রক্ষা করাই এ পরিবর্তনের মূল উদ্দেশ্য।’

সম্প্রতি সোরার নতুন সংস্করণ ‘সোরা টু’ চালু হওয়ার পর ব্যবহারকারীরা ড্রাগন বলের গোকু কিংবা পোকেমনের পিকাচুর মতো বিখ্যাত চরিত্র নিয়ে ভিডিও বানানো শুরু করেন। এসব ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতি সামলাতেই নীতি পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

এর আগে চলতি বছরের মার্চে চ্যাটজিপিটিতে ছবি তৈরির সুবিধা চালু হলে জাপানের জনপ্রিয় স্টুডিও ঘিবলির ধাঁচে তৈরি অনেক ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। তখনো কপিরাইট প্রশ্নে বিতর্ক তৈরি হয়েছিল।

ওপেনএআই জানিয়েছে, নতুন নীতির মাধ্যমে কোম্পানিটি সৃজনশীল শিল্পের মালিকদের স্বার্থ সুরক্ষিত করতে চায়। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য আরো সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টাও তারা করছে।

 

The post ওপেনএআইয়ের সোরায় এনিমে ও কপিরাইট কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments