চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭-এর বিক্রি বেড়েছে ১৪%

চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ দ্রুত বিক্রি হচ্ছে বলে গতকাল জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট।

শুরুর ১০ দিনে দুই দেশেই ১৭ সিরিজের ফোনের বিক্রি হয়েছে আইফোন ১৬-এর মোট বিক্রির চেয়েও ১৪ শতাংশ বেশি।

চীনে বেস মডেল আইফোন ১৭-এর বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। দুই বাজারে মোট বিক্রি বেড়েছে ৩১ শতাংশ।

সিনিয়র বিশ্লেষক মেংমেং ঝাং বলেন, উন্নত চিপ, ভালো ডিসপ্লে, বেশি স্টোরেজ এবং সেলফি ক্যামেরা আপগ্রেড ফোনটিকে আরো আকর্ষণীয় করেছে। অ্যাপল গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী আইফোনের ১৭ সিরিজ বাজারে আনে।

The post চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭-এর বিক্রি বেড়েছে ১৪% appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments