ট্রিপল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ আসছে পোকো সি৩১


পোকো সি৩ এর উত্তরসূরী হিসেবে আসা ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরসহ আসছে পোকো সি৩১। এতে পাওয়া যাবে এইচডি প্লাস ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য পোকো সি৩১ ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আসুন পোকো সি৩১ ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
পোকো সি৩১ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) ইন সেল এলসিডি ডিসপ্লে। ডিউ ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে PowerVR GE8320 জিপিইউ। পোকো সি৩১ ফোনটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য পোকো সি৩১ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.২) পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য পোকো সি৩১ ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে উপলব্ধ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৪জি ভোল্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। এই ফোনের ওজন ১৯৪।

Post a Comment

0 Comments