আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এনইআইআর

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল ১ জানুয়ারি ২০২৬ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। এর ফলে চোরাই পথে আসা বা নকল আইএমইআই (IMEI) সম্বলিত ফোনগুলো অকেজো হয়ে পড়বে।

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা: বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার হিসেবে আনা মোবাইল হ্যান্ডসেটগুলো নিবন্ধনের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বিটিআরসি। ব্যবহারকারীরা এনইআইআর পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও পাসপোর্ট/এনআইডির বিবরণ জমা দিয়ে মাত্র ৫ মিনিটেই নিজেদের ফোন নিবন্ধিত করতে পারবেন।

কেন এই উদ্যোগ? ১. নিরাপত্তা: অপরাধমূলক কাজে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করা। ২. চুরি রোধ: হারানো বা চুরি হওয়া ফোন সহজে ট্র্যাক ও ব্লক করা। ৩. দেশি শিল্প রক্ষা: স্থানীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবৈধ প্রতিযোগিতার হাত থেকে সুরক্ষা দেওয়া।

বিটিআরসি আরও জানিয়েছে, বৈধভাবে কেনা বা বর্তমানে সচল থাকা ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবেই এই ডাটাবেজে যুক্ত থাকবে, তাই সাধারণ গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। তবে নতুন ফোন কেনার আগে গ্রাহকদের আইএমইআই যাচাই করে (টাইপ করুন: KYD <space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর এবং পাঠান ১৬০০২ নম্বরে) কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামীকাল থেকে এই ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন শৃঙ্খলার সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

The post আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এনইআইআর appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments