কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীন থেকে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দেশটি বৈশ্বিক আধিপত্যের দিকে অগ্রসর হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে এ দাবি করেন পেন্টাগনের সাবেক সফটওয়্যার প্রধান নিকোলাস চ্যাইলান। খবর রয়টার্স।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা পর্যালোচনা থেকে ধারণা করা যাচ্ছে, দেশটি আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিন্থেটিক জীববিজ্ঞান ও জেনেটিকসের ওপর প্রভাব ফেলবে।
পেন্টাগনের সাবেক সফটওয়্যার কর্মকর্তা নিকোলাস বলেন, প্রযুক্তির দৌড়ে চীন এগিয়ে গিয়েছে—কথাটি প্রতিষ্ঠিত সত্য। আগামী ১৫-২০ বছরে যুক্তরাষ্ট্র এ দৌড়ে আরো পিছিয়ে পড়বে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে পড়ায় দেশ ঝুঁকিতে পড়ে গেছে।
চীনা কোম্পানিগুলো প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে নিজ দেশের সরকারের সঙ্গে কাজ করছে। নৈতিকতার বাইরে গিয়ে তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জনে বিপুল বিনিয়োগ করেছে, যার তুলনায় সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সরকার এখনো ‘কিন্ডারগার্টেন লেভেলে’ রয়ে গেছে। এসব বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে কাজ করতে গুগলের অনীহাকেও দায়ী করেন তিনি।
The post এআই প্রযুক্তিতে চীন থেকে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র appeared first on Techzoom.TV.

0 Comments