চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি গতকাল বাজারে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১০। প্রত্যাশিত পারফরম্যান্স পেতে স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার। রেডমি ১০-এর ফোনটিতে হাই রেজল্যুশনের ছবি তুলতে দেয়া হয়েছে অসাধারণ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, এই ক্যাটাগরির ফোনে যা এটাই প্রথম।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করতে প্রয়োজন সহজেই ব্যবহারযোগ্য উদ্ভাবন ও সর্বশেষ প্রযুক্তি। এমন বিষয়কে ফোকাস করে, ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন ফিচারের সঙ্গে আমরা এনেছি রেডমি ১০। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৫০০০এমএএইচ ব্যাটারি। রেডমি ১০ ডিভাইসে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং উচ্চ কর্মদক্ষতার হার্ডওয়্যার।
৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-হাই রেজল্যুশনের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি রেডমি ১০-এ রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ক্যামেরা। সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রেডমি ১০-এ থাকছে ৬.৫ ইঞ্চির ডটড্রপ এফএইচডিপ্লাস রেজল্যুশনের ডিসপ্লে। এতে রয়েছে ৯০ হার্জের রিফ্রেশ রেট, যা চোখের পলকে স্ক্রলিং এবং সুইপ করতে দেয়। ফোনটিতে দেয়া হয়েছে ২.০ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। রেডমি ১০ ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড পারফর্ম করার জন্যই। হ্যান্ডসেটটিতে রয়েছে মিইউআই ১২.৫ নির্ভর অ্যান্ড্রয়েড ১১।
স্মার্টফোনে স্মুথ পারফরম্যান্স দিতে প্রয়োজন বিশাল ব্যাটারি। সে দিকটা মাথায় রেখে ডিভাইসটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এ ছাড়া বক্সে রয়েছে ২২.৫ ওয়াটের চার্জার।
রেডমি ১০ পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে; ম্যাট কার্বন গ্রে এবং সুন্দর টেক্সটচারড গ্লসি সি ব্লু। ডিভাইসটির ওজন মাত্র ১৮১ গ্রাম। রেডমি ১০ হ্যান্ডসেটটি শাওমি অথরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ১৩ অক্টোবর থেকে। ফোনটির ৪+৬৪ জিবি সংস্করণের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৬+১২৮ জিবি সংস্করণের দাম ২০,৯৯৯ টাকা।
The post বাজারে এসেছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১০ appeared first on Techzoom.TV.

0 Comments