রাজধানীবাসীর জন্য বেশ বড়সড় সুযোগ নিয়ে এলো আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ঢাকায় টিকা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে যাওয়া-আসার ক্ষেত্রে ফ্রি রাইড নেয়া যাবে উবারে।
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ২০০ টাকা ভাড়া পর্যন্ত এ রাইডগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে। টিকার সুবিধা পৌঁছে দিতে ১ কোটি ফ্রি বা ডিসকাউন্টেড রাইড দেবে প্রতিষ্ঠানটি।
উবার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজিৎ সিং বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে সাহায্য করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। টিকাকেন্দ্রে যাতায়াত করা ব্যক্তিদের নিরাপদ পরিবহন সেবা দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
যেভাবে উবার অ্যাপে ফ্রি রাইড পাওয়া যাবে-
১. উবার অ্যাপের হোম স্ক্রিনের ডান কোণায় ওপরে মেন্যু ট্যাপ করুন এবং ‘ওয়ালেট’ অপশনটি সিলেক্ট করুন।
২. ‘অ্যাড প্রমো কোড’ সিলেক্ট করুন এবং এই কোডটি দিন: VAC200BD
৩. বৃহত্তর ঢাকার সব ব্যবহারকারীর জন্য, উবার অ্যাপের সব পণ্যতে এই প্রোমো কোড প্রযোজ্য হবে।
৪. আপনার নিকটবর্তী অনুমোদিত টিকাদান কেন্দ্রটি এবং টিকাদান কেন্দ্র থেকে রিটার্ন ট্রিপ সিলেক্ট করুন।
৫. অ্যাপের হোম স্ক্রিনে আপনার বা আপনি যার জন্য ট্রিপ বুক করছেন তার পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন লিখুন
৬. আপনার ট্রিপ কনফার্ম করুন।
The post ঢাকায় উবারে যাতায়াতে লাগবে না ভাড়া, শর্ত একটাই appeared first on Techzoom.TV.

0 Comments