ডাইমেনসিটি ৮১০ নিয়ে ভিভোর ওয়াই৭৪এস

ডাইমেনসিটি ৮১০ সিরিজের প্রসেসরসহ নতুন ফাইভজি স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ভিভো। ওয়াই৭৪এস নামে বাজারে স্মার্টফোনটি আনা হয়েছে। এটি চলতি মাসের শুরুতে বাজারে আনা ওয়াই৭৬এসের অনুরূপ বৈশিষ্ট্য-সংবলিত।

ভিভো ওয়াই৭৪এস স্মার্টফোনে ৬ দশমিক ৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে। এর রেজল্যুশন ১০৮০X২৪০৮ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯ ও রিফ্রেশ রেট ৬০ হার্জ। নিরাপত্তার জন্য স্মার্টফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস হিসেবে অরিজিন ওএস ১.০ দেয়া হয়েছে।

সেলফি গ্রহণের জন্য স্মার্টফোনের সম্মুখে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল ভিউ মোড, পোর্ট্রেট মোড, নাইট সিন মোডসহ ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ৫০ মেগাপিক্সেল ও সেকেন্ডারি লেন্সে ২ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। রিয়ার ক্যামেরায় নাইট সিন মোড, পোর্ট্রেট মোড, ১০৮০পি ভিডিও ধারণ ও স্লো-মোশন ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।

স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০ চিপ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স, ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ভিভো ওয়াই৭৪এস স্মার্টফোনে ৪ হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ডুয়াল সিম, ফাইভজি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি-সি ও ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এ ফোনে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে। চীনের বাজারে গ্যালাক্সি ব্লু ও স্ট্যারি নাইট ব্ল্যাক এ দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। চীনের বাজারে ফোনটির মূল্য ২ হাজার ২৯৯ ইউয়ান।

 

 

The post ডাইমেনসিটি ৮১০ নিয়ে ভিভোর ওয়াই৭৪এস appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments