মেমোরি চিপের দাম বাড়ার প্রভাব আগামী বছর স্মার্টফোন বাজারে স্পষ্টভাবে পড়তে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে বেশি র্যামের ফোনের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বছর ১৬ জিবি র্যামযুক্ত ফোন খুব কম দেখা যেতে পারে। ফলে ৪ জিবি র্যামের ফোনের উপস্থিতি আবার বাড়তে পারে। খবর গিজমোচায়না।
মেমোরি মডিউলের দাম ধারাবাহিকভাবে বাড়ায় এর প্রভাব এরই মধ্যে স্মার্টফোনের দামে পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে বাজারে আসা কয়েকটি শীর্ষস্থানীয় ফোন আগের মডেলের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। এসব পরিবর্তন দেখে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালে নতুন স্মার্টফোনের দাম আরো বাড়তে পারে।
তবে সব বাজারে দাম বাড়ানো নির্মাতাদের জন্য সহজ নয়। ভারতসহ যেসব বাজারে, গ্রাহকরা দামের বিষয়ে বেশি সংবেদনশীল। সেখানে ভোক্তাদের জন্য বড় ধরনের মূল্যবৃদ্ধিকে গ্রহণ করা কঠিন। বিশেষ করে নতুন ফোনে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন না থাকলে ক্রেতাদের আগ্রহ ধরে রাখা মুশকিল হয়।
The post ১৬ জিবি র্যামের ফোন কমবে, ফিরবে ৪ জিবি মডেল appeared first on Techzoom.TV.

0 Comments