ভিভো ওয়াই ৫০টিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

ভিভো মোবাইল ২০২১ সালের ব্যবসা সফল মোবাইল। এই বছরে এসে নানারকম ফিচার নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে। এবার ভিভো মোবাইল নিয়ে আসছে ভিভো ওয়াই ৫০টি। এই মোবাইলটির মূল্য রাখার হয়েছে হাতের নাগালে এবং ফিচারে দেওয়া হয়েছে সবরকম সুযোগ সুবিধা। চলতি মাসেই লঞ্চ করতে চলেছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
ভিভো ওয়াই ৫০টি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। উক্ত মোবাইলটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬২X৭৬.৬X৮.৫ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯০ গ্রাম।

হার্ডওয়্যার:
ভিভো ওয়াই ৫০টি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২ জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৮। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১০। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ভিভো ওয়াই ৫০টি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে এখানে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।

ক্যামেরাঃ
ভিভো ওয়াই ৫০টি তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পোরট্রেইট মোড, প্যানোরামা, বোকেশ, ফেস বিউটি এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি বেশ ভাল দেওয়া হয়েছে এখানে।

মূল্যঃ
ভিভো ওয়াই ৫০টি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৮,৪৮৪ টাকা। কালো এবং নীল রঙ এ পাওয়া যাবে ফোনটি।

The post ভিভো ওয়াই ৫০টিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments