পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনের উৎপাদন শুরু করেছে হুয়াওয়ে। চলতি মাস থেকেই মডেলগুলো ব্যাপক আকারে উৎপাদন করছে চীনা প্রযুক্তি জায়ান্ট। মডেলগুলো স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপথ্রির সঙ্গে প্রতিযোগীতা করবে। এক্ষেত্রে হুয়াওয়ের ফোনটির দাম কম হবে বলে আশা করছেন এ খাতের পর্যবেক্ষকরা।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিনিয়োগকারীদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝাওলি টেকনোলজি ঘোষণা দেয়, সংস্থাটি একটি কোম্পানির হয়ে নতুন ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করেছে। এ ফোন সাশ্রয়ী হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। যদিও কোন কোম্পানির জন্য ঝাওলি স্মার্টফোন উৎপাদন করছে তা নির্দিষ্ট করেনি। তবে এ খাতের পর্যবেক্ষকরা নিশ্চিত করেছে, ঝাওলি টেকনোলজি হুয়াওয়ের স্মার্টফোন উৎপাদন করছে।
ভাঁজযোগ্য স্মার্টফোনগুলো স্পষ্টতই ডিজাইনের ক্ষেত্রে একটি বড় সাফল্য। প্রায় প্রতিটি বড় স্মার্টফোন কোম্পানি এ ফোন উৎপাদনে মনোযোগ দিয়েছে। সর্বশেষ গ্যালাক্সি জেড ফ্লিপথ্রির সাফল্য ফোল্ডেবল ফোনের বাজারকে আরো শক্তিশালী করেছে। ফোনটি প্রমাণ করেছে ভাঁজযোগ্য স্মার্টফোনগুলো আর পরীক্ষামূলক পর্যায়ে নেই।
সর্বোপরি ভাঁজ করা যায় এমন ফোনগুলোর দাম প্রায়ই নিয়মিত স্মার্টফোনের তুলনায় দ্বিগুণ হয়। তবে গ্যালাক্সি ফ্লিপথ্রি সাশ্রয়ী মূল্যের কারণে বাজারে ঝড় তুলতে পেরেছে। মাত্র ৪০ দিনের মধ্যেই স্মার্টফোনটি ১০ লাখ ইউনিটের বেশি বিক্রি হয়। এমন সাফল্যের পর স্যামসাং এখন ২০২২ সালের মধ্যে ফোল্ডেবল ফোনের সরবরাহ ৭০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে।
The post স্যামসাংয়ের প্রতিযোগী হচ্ছে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন appeared first on Techzoom.TV.
0 Comments